চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই, ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বহদ্দারহাট পশ্চিম ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস (৪০) নামের এক যুবক মারা গেছেন।

 

আজ শনিবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

নিহত তাপস বোয়ালখালীর উত্তর করোলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে বহদ্দারহাট ফরিদপাড়ায় ডিস লাইনের কাজ করছিলেন তাপস। এ সময় উপর থেকে পড়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট