চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৩ | ২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে বিশ্বজিৎ দে নামে নয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে । বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় নগরীর চকবাজার থানার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ষোলশহরের ফুলতল এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।

 

শিশু বিশ্বজিৎ নগরীর চকবাজার থানার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ষোলশহরের ফুলতল এলাকার পপী দে’র ছেলে।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইউম বলেন, ‘শিশুটির মা জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্বজিৎ দে নামে নয় বছর বয়সী এক শিশু পূর্ব ষোলশহরের ফুলতল এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয়। এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুটির উচ্চতা ৪ ফুট, গায়ের রঙ ফর্সা। ছেলেটিকে কেউ পেলে থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। যোগাযোগের নম্বর ওসি-০১৩২০০৫২৬৪৭,উপ-পরিদর্শক (এসআই) মো. শফি উল্লাহ-০১৮৭১২৮৫৬৭৯, ডিউটি অফিসার ০১৩২০০৫২৬৫৩।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট