চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভেড়া ফকির পাহাড় কাটার ‘আশঙ্কা’ ঈদের ছুটিতে

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ছোট হয়ে আসছে নগরীর রৌফাবাদ ভেড়া ফকির পাহাড়। বিশাল পাহাড় এখন টিলায় পরিণত। তবে স্থানীয় লোকজনের ধারণা এবারের ঈদ উল আজহায় অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভেড়া ফকির পাহাড়ের। ইতিমধ্যে  সেখানে গাছপালা  কেটে ফেলা হয়েছে।

 

গতকাল (মঙ্গলবার) দুপুরে রৌফাবাদ ভেড়াফকির পাহাড় এলাকায় গেলে স্থানীয় লোকজন জানান, নামে পাহাড় হলেও তা টিলায় পরিণত হয়েছে বেশ কয়েকবছর আগে। দুই বছর আগে  রীতিমত স্কেভেটর দিয়ে কাটা হয়েছে পাহাড়টি। ওই সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত স্কেভেটর জব্দ করে। এরমধ্যে পরিবর্তন হয়েছে মালিকানা। গত দুই তিন দিন ধরে ভেড়া ফকির পাহাড়ের গাছপালা কেটে ফেলা হয়েছে।

 

গতকাল মঙ্গলবারও  কেটে ফেলা গাছের গোড়া দেখা যায়। পড়েছিল কাটা কলা গাছ।  ধারণা করা হচ্ছে ঈদ উল আজহায় অবশিষ্ট পাহাড়টুকু কেটে সমান করা হবে। মনির ও হারুণ নামে দুই ব্যক্তি পাহাড় কাটার দায়িত্ব নিয়েছেন এমন অভিযোগ স্থানীয় লোকজনের।

 

পরিবেশ অধিদপ্তর (মেট্রো) সহকারী পরিচালক আবদুল মতিন জানান, বিষয়টি আমরা নজরে রাখবো। টিলা হলেও কোনমতেই কাটা যাবে না।

 

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ মনির জানান, পাহাড়টির মালিকানা পরিবর্তন  হয়েছে। দিদারুল আলম নামে জনৈক ব্যক্তিসহ চারজন মিলে ১৫ গণ্ডা পাহাড় কিনেছেন। নিজের অবস্থান জানান দিতে গাছ পালা কেটেছেন দিদারুল। সেখানে ফলজ বাগান করা হবে। পরক্ষণে  মনির বলেন, সেখানে আসলে কোন পাহাড় ছিলো না। টিলা আকারের যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি পাশের ভবন নির্মাণ করার সময় রাখা মাটির স্তূপ।  ঈদের বন্ধের সময় সেখানে মাটি কেটে সমান করা হবে এ ধরনের কথা প্রচার করছে কিছু ব্যক্তি এমনটি দাবি করেন মনির।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট