চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সুলতান সভাপতি সেলিম সম্পাদক

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকারের মুরুব্বি দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

 

তাদের এদেশীয় এজেন্ট যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই আমাদের শত্রু হয়ে উঠেছে। যাদেরকে আমরা ৭১ পরবর্তী সময়ে আঘাত হানতে পারিনি, তাদেরকে এবারই পাল্টা আঘাত দিতে হবে। তাহলেই অসমাপ্ত মুক্তিযুদ্ধ সম্পন্ন হবে। ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইনবো কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি একথা বলেন।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সমর্থন ও সর্বসম্মতিক্রমে সুলতান নাছির উদ্দীনকে সভাপতিে এবং সেলিম আফজলকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। উদ্বোধকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমাদেরকে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করে তৃণমূল স্তর থেকেই নেতৃত্ব তুলে এনে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

 

প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ হাসিনা জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। একটি গরিব দেশ এখন উন্নয়নশীল দেশ। এই অর্জনকে যারা অস্বীকার করতে চায় তাদের বিরুদ্ধেই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ও ক্ষমতাকে কাজে লাগিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

 

ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম এ লতিফ এমপি, কার্যনির্বাহী সদস্য কামরুন হাসান বুলু, হাজি মো. ইলিয়াছ, আবু তাহের, আসলাম হোসেন, জিয়াউল হক সুমন, ফরিদ আহমদ বাবর, এডভোকেট শামসুল আলম, মো. সেলিম আফজল, শারমিন সুলতানা ফারুক। সভামঞ্চে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজি জহুর আহমেদ, আবু তাহের, নির্বাহী সদস্য মো. জাবেদ প্রমুখ।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট