চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের শিল্পপতি তাহের সোবহান আর নেই

বিজ্ঞপ্তি

২৪ জুন, ২০২৩ | ১:৩৯ অপরাহ্ণ

বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি তাহের সোবহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

 

শনিবার (২৪ জুন) ভোর সোয়া ৪টায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

তিনি বে ফিশিং ও ঈগল স্টার লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ (শনিবার) বাদ আছর চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট