বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও ভবিষ্যত পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী গত ৩ মে অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক ছিলেন এডভোকেট তপন কান্তি দাশ, উদ্বোধক ছিলেন সজল বরণ সেন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা সংসদের প্রধান উপদেষ্টা অঞ্জন শেখর দাশ ও প্রধান বক্তা ছিলেন ডা. অঞ্জন কুমার দাশ, সভাপতিত্ব করেন অমৃত লাল দে এবং স্বাগত বক্তব্য রাখেন সুমন দেবনাথ। আরো বক্তব্য রাখেন আহ্বায়ক প্রকৌশলী আনন্দ চন্দ্র নাথ, প্রিয়া শীষ চক্রবর্ত্তী, বিধান মিত্র, স্বপন কান্তি দাশ, ডা. সুব্রত চৌধুরী, চন্দন নাথ, প্রিয়তোষ নাথ, সাগর দাশ, মিল্টন চক্রবর্ত্তী, রঞ্জিত শীল, অধ্যাপক শিপুল দে, বিধান মিত্র, অঞ্জলি দস্তিদার, দীলিপ ভট্টাচার্য, স্বপন কান্তি দাশ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সুভাশীষ চৌধুরী ও রাজু কুমার শীল।-বিজ্ঞপ্তি