চট্টগ্রাম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৩ | ৮:১২ অপরাহ্ণ

বন্ধুমহল গ্রীন বাংলা সমবায় সমিতির সদস্য হলে বিদেশে ম্যাগনেটিক পিলার বিক্রি করার ৩০০ কোটি টাকা থেকে ব্যবসার জন্য লোন দেয়ার নামে কৌশলে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে ২ জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) রাতে নগরের বন্দর থানাধীন কলসি দীঘির পাড় রেল বিট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ম্যাগনেটিক পিলার বিদেশে বিক্রির টাকা দেয়ার নামে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের দায়ে আজম ও জুয়েল নামে ২ জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বন্দর থানাধীন মেহের আফজাল স্কুল সংলগ্ন মালুম বাড়ির পুকুরের সামনে নাজিরের ভাড়াঘরে কথিত বন্ধুমহল গ্রীন বাংলা সমবায় সমিতির অফিসে বসে ম্যাগনেটিক পিলার বিদেশে বিক্রির টাকা দেয়ার লোভ দেখিয়ে  তাদের সমিতির  সদস্য হওয়ার জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন জন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে । এই ঘটনায় শেখ মোহাম্মদ ইসা ও শাওন প্রকাশ হায়দার নামে আরও দুজন পলাতক রয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট