চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

যাত্রী বেশে রাইড শেয়ারের বাইক ছিনতাই, অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩ | ১২:০১ পূর্বাহ্ণ

গত ১৩ মার্চ মুরাদপুর মোড় থেকে এক বাইক রাইড শেয়ার করা যুবককে ভাড়ার বিনিময়ে সীতাকুণ্ডে নিয়ে বাইক ও মোবাইল ছিনতাইয়ে ঘটনায় অভিযুক্ত আমির হোসেন রানাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৯ জুন) সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আমির হোসেন রানা সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর উত্তর ফকির পাড়ার মো. আবুল হোসেনের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার উপ পরিদর্শক মো. শাহাদাত হোসেন পূর্বকোণ অনলাইনকে বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায়  ১ এপ্রিল চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত  মো. রাব্বি (২২) ও  রবিউল হোসেন রোহানকে (২০)  আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা বাদীর ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।  এই ঘটনায় জড়িত রানা পলাতক ছিল তাকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট