চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩ | ৮:১১ অপরাহ্ণ

চাকরির প্রলোভনে ফেলে বিভিন্ন জনের কাছ থেকে চেকের বিনিময়ে টাকা নেন ইয়াসমিনা। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আদালতে মামলা করে একাধিক ভুক্তভোগী। এরকম নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

রবিবার (১৮ জুন) রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এসব বিষয় পূর্বকোণকে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান।

গ্রেপ্তার ইয়াসমিনা হক (৪৫) নগরের বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে।

ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান  বলেন, নানা ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভনে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করেন ইয়াসমিনা। সেগুলোর বিপরীতে চেক প্রদান করে পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্মগোপন করেন। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট