চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দোহাজারী: পৌর নির্বাচনে তিন মেয়রসহ ৯০ জনের মনোনয়ন ফরম জমা

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার নব-গঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে তিন জন মেয়র, ১৮ জন মহিলা কাউন্সিলর, ৬৯ জন কাউন্সিলরসহ ৯০ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।  গতকাল মনোনয়ন ফরম জমার শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী যুবলীগ নেতা লোকমান হাকিম, ইসলামী ফ্রন্ট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল নোমান বেগ মনোনয়ন ফরম জমা করেন।

 

আগামী ১৭ জুলাই নব-গঠিত দোহাজারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল ফরম জমার শেষ দিনে, তিনজন মেয়রের পাশাপাশি সংরক্ষিত ১ নং ওয়ার্ডে নয়জন, ২ নং ওয়ার্ডে চার , ৩ নং ওয়ার্ডে পাঁচ , সাধারণ ১ নং ওয়ার্ডে ছয়, ২ নং ওয়ার্ডে নয়, ৩ নং ওয়ার্ডে আট, ৪ নং ওয়ার্ডে আট, ৫ নং ওয়ার্ডে ছয়, ৬ নং ওয়ার্ডে চার, ৭ নং ওয়ার্ডে সাত, ৮ নং ওয়ার্ডে ১২, ৯ নং ওয়ার্ডে নয় জনসহ ৯০ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন। দোহাজারী পৌরসভা নির্বাচনে ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তৎ মধ্যে ১৭ হাজার ৭৩০ জন পুুরুষ এবং ১৫ হাজার ৮৫৬ জন নারী ভোটার রয়েছে। এ সকল ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন দোহাজারীর প্রথম পৌর পিতা, নয়জন কাউন্সিলর, তিনজন মহিলা কাউন্সিলর। ১০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯০ জন।

 

বিদ্রোহী প্রার্থী সম্পর্কে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু বলেছেন, আমাদের কোন বিদ্রোহী প্রার্থী নেই। যিনি মনোনয়ন ফরম নিয়েছেন অপেক্ষা করেন কি হয়।  নৌকার প্রার্থী লোকমান হাকিম মনোনয়ন ফরম জমা দেয়ার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা আ. লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহুর প্রমুখ।

 

ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. জায়নুল আলমের মনোনয়ন ফরম জমার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান, চন্দনাইশ উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট