চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কমেনি ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমিয়েছে দেশের পরিশোধন কোম্পানিগুলো। কিন্তু দাম কমানোর আদেশের পাঁচ দিন পরও বাজারে মিলছে না নির্ধারিত নতুন দামের তেল। এদিকে ধীরে ধীরে কমছে পেঁয়াজের দাম। পাশাপাশি কেজিতে পাঁচ টাকা কমেছে আলু। গতকাল নগরীর চকবাজার কাঁচাবাজর ঘুরে এমন চিত্র দেখা যায়। এ বাজারে প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেল প্রায় সব দোকানেই আগের দাম ২০০ টাকা মূল্যেই বিক্রি হচ্ছে। খোলা পাম তেলও একই দামে বিক্রি হচ্ছে। দাম না কমার কারণ সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, এগুলো আগের দামের তেল। যেহেতু তারা আগের দামে ক্রয় করেছেন তাই সেই দামেই তেলগুলো বিক্রি করতে হবে। না হয় ব্যবসায় লোকসান হবে। নির্ধারিত নতুন দামের তেল বাজারে আসলে কিংবা নিজেদের দোকানে আনা হলেই সে দামে বিক্রি হবে তেল।

 

মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন গত ১১ জুন আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ার পর বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় প্রতি লিটার ১৮৯ টাকা ও খোলা সয়াবিন তেল ১৬৭ টাকা। যা আগে প্রতি লিটার যথাক্রমে ১৯৯ টাকা ছিল। কিন্তু বাজারে বিক্রি হয়েছে ২০০ টাকায়। এছাড়া খোলা পাম তেল ১৭৭ টাকা ছিল। এখন খোলা পাম তেল দাম কমে প্রতি লিটার ১৩৩ টাকায় বিক্রির জন্য নির্ধারণ করা হয়। তবে এখনো বাজারে বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন ও পাম তেল পূর্বের দামেই বিক্রি হচ্ছে। এদিকে, গত তিন মাসের বেশি সময় ধরে ৪০ টাকা দামে বিক্রি হওয়া আলু গত দু’দিন ধরে পাঁচ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে চারদিন ধরে দাম বেড়েছে আদার। বাজারে আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়। চলতি সপ্তাতে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। এছাড়া কমেছে বিভিন্ন সবজির দাম।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট