চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামে আগামীকাল বুধবার সূচনা হতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ। দেশের ছয় বিভাগে তরুণদের নিয়ে এ সমাবেশের আয়োজন করছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

 

আজ মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। কাজীর দেউড়িতে আউটার স্টেডিয়ামে ওই সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার নেই। গত ১৫ বছরে চার কোটি নতুন ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারেননি। ভোট মানুষের নাগরিক অধিকার। ভোটররা একটি রাষ্ট্র পরিচালনায় দল বা ব্যক্তিকে বেছে নেয়। কিন্তু চার কোটি ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

 

‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ শিরোনামে সমাবেশ হবে জানিয়ে যুবনেতা টুকু বলেন, নব্বইয়ের সফল গণঅভূত্থানের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন। সে জনগণের ভোটের অধিকার হরণ করেছে ফ্যাসিবাদী সরকার। গত ১৫ বছর ধরে যারা নতুন ভোটর হয়েছে তারা ভোট দিতে পারেনি।

 

এ সময় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রওন উল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরীফুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট