চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩ জুন, ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং সিসিডি বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

সার্বিক সহায়তায় ছিল ইন্টারনিউজ। মিথ্যা, বানোয়াট কিংবা প্রতারণামূলক তথ্য প্রবাহকে পরিহার করে কীভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ফ্যাকাল্টি সদস্য এবং বিভাগের বিভিন্ন ব্যাচের ১৬ জন শিক্ষার্থী ফ্যাক্ট-চেকিং ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। দিনব্যাপী সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল দাশ।

কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়। গণেশচন্দ্র রায় বলেন, বর্তমান সাংবাদিকতায় ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িঁয়েছে। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে সেজন্য এই কর্মশালা অত্যন্ত জরুরি।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মাফজল আহমেদ। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য খুবই কার্যকরী, কারণ বর্তমানে কোনটি আসল সংবাদ আর কোনটি ভুয়া সংবাদ সেটি নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তি চলছে। তাই ফ্যাক্ট চেকিং শিখতে হবে৷

এসময় উপস্থিত অতিথিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান বলেন, ফ্যাক্ট চেকিংয়ের বিকল্প নেই এখন। আমাদের শিক্ষার্থীরা যেন আগামীতে এই বিভাগ থেকে পড়াশোনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নিজেকে একজন ভালো সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারে সেই প্রত্যাশা করছি। অতিথিদের বক্তৃতা শেষে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জুয়েল দাস দিনব্যাপী শিক্ষার্থীদের সাথে নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন।

এসময় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন করা হয়, ফ্যাক্ট চেকিং এর বিভিন্ন টুলস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয় কিভাবে ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে বিভিন্ন টুলস ব্যবহার করতে হয়। ফ্যাক্ট চেকিংয়ের নলেজ শেয়ারিং কর্মশালায় বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট