চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ

যুবলীগের চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে যুবলীগের দুই কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হয়।

আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগ শাখায় মো. মাহাবুবুল হক সুমন চৌধুরীকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং সিরাজগঞ্জ জেলা শাখার আলহাজ্ব মো. রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক ও মো. হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা, মো. আলহাজ্ব সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে আগামী ৯০ দিনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট