গাড়িতে ফেলে যাওয়া চিকিৎসার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
ইয়াসমিন বেগম একজন গৃহিণী। ভদ্র মহিলার বয়ষ্ক মা একজন ক্যান্সার আক্রান্ত রোগী। বহু কষ্টে তারা তার চিকিৎসার ব্যয়বার বহন করে চলেছেন। গতকাল সোমবার ইয়াসমিন বেগম তার আত্মীয়দের নিকট হতে তার মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা যোগাড় করে বাসায় যাচ্ছিলেন। সিএনজি থেকে নেমে বাসায় উঠতে গিয়ে দেখেন তার টাকার ব্যাগটি নেই। কান্নায় ভেঙে পড়েন ইয়াসমিন বেগম। পরে কোতোয়ালি থানায় এসে কান্নায় ভেঙে পড়েন। মহিলার কান্না দেখে টাকা উদ্ধারে মাঠে নামে পুলিশ।
ইয়াসমিন বেগমের অভিযোগের প্রেক্ষিতে ইন্সপেক্টর তদন্ত রুবেল হাওলাদারের নির্দেশনায় রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি অটোরিকশার নাম্বার সনাক্ত করে এসআই মেহেদী হাসান। তারপর সিএমপির আমার গাড়ি নিরাপদ অ্যাপসের মাধ্যমে গাড়িটির মালিক ও চালকের ডাটা সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করা হলে চালক গাড়িতে ইয়াসমিন বেগমের টাকাসহ ভুলবশত ফেলে আসা ব্যাগটি ফিরিয়ে দেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ