চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম রেঞ্জের নয়া ডিআইজি নুরে আলম মিনা

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ

রংপুর মহানগরের ডিআইজি নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের বর্তমান ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তা এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নূরে আলম মিনা ২০২০ সালে পুলিশ সুপার থেকে উপ-পুলিশ মহাপরিদর্শক পদোন্নতি নিয়ে চট্টগ্রাম ছাড়েন। তিনি ১৯৭৬ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে বিএসএস (সম্মান) ও এমএসএস সমাপ্ত করে ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট