চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন জামালখান এলাকা থেকে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০০৬ সালে অজ্ঞাতনামা ৭/৮ জন মুখোশধারী ডাকাত লালখান বাজার বাঘঘোনার মোড়ের এক বাড়িতে ডাকাতি করে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ও ১টি ডিজিটাল ক্যামেরা লুন্ঠন করে নিয়ে যায়। পরে ওই বাড়ির মালিক বাদি হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ফুল মিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে।
খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা পূর্বকোণকে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ফুল মিয়াসহ তার সহযোগীদের দোষী সাব্যস্থ করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
তিনি আরও বলেন, ফুল মিয়ার বিরুদ্ধে খুলশী থানায় আগেও ৪টি ডাকাতির মামলা রয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ