শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১০ জুন নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের পটিয়া, রামপুর, স্টেডিয়াম, আগ্রাবাদ, ষোলশহরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১০ জুন ২০২২ (শনিবার)
সকাল ৮টা থেকে বিকেল ৪টা: বিতরণ বিভাগ- পটিয়াঃ এর আওতাধীন জুলদা ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি জুলদা টু ফিসহারবার ও ১১ কেভি হাজী বাড়ি লোকাল এবং ৩৩/১১ কেভি ফিসহারবার উপকেন্দ্রের অধীন ফিসহারবার- ৩, ৬নং ফিডার (আংশিক)।
সকাল ৭টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-ষোলশহর এর আওতাধীন ষোলশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ষোল-০৩, ষোল-০৫, ষোল- ০৭ এবং কে ৩নং ফিডারের আওতায় বায়েজিদ এলাকা, ক্লিপটন গার্মেন্ট, রেনেস্কো গার্মেন্টস, এম, কে, স্টিল ও পার্শ্ববর্তী এলাকাসমূহ বিসিক বায়েজিদ শিল্প এলাকা, চা-বোর্ড, বায়েজিদ আ/এ ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। গাউছিয়া আ/এ, গ্রীন ভিউ আ/এ, হামজারখা লেন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, দেলোয়ার কোম্পানির বাড়ি, ফকির টিলা, মির্দ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি ও সংলগ্ন এলাকাসমূহ, কেডিএস গার্মেন্টস। অক্সিজেন উপকেন্দ্র হতে রাজামিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ও পার্শ্ববর্তী এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। আমিন জুট মিলস্ ও আমিন টেক্সটাইল। বিবিরহাট কাঁচাবাজার, বশরমার্কেট, মোমিনবাগ, হামজারবাগ, ফুলেশ্বরী আবাসিক, তাহেরাবাদ, আতুরার ডিপো পিয়াজু গলি, রৌফাবাদ সমাজ সেবা হতে ফয়েজ টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। ড্রাইবার কলোনি, বায়েজিদ বোস্তামী (রা.) মাজার, বায়েজিদ আ/এ, বার্মা কলোনি, আরেফিন নগর, তারা গেট, সাউদার্ন ইউনিভার্সিটি, ওমেন ইউনিভার্সিটি ও তৎসংলগ্ন এলাকাসমূহ। সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, ও পার্শ্ববর্তী এলাকাসমূহ। ডি. ও. এইচ. এস ও পার্শ্ববর্তী এলাকা সমূহ (আংশিক)। আরেফিন নগর ৩৩/১১ কেভি উপকেন্দ্র আরেফিন নগর ৩৩ কেভি লাইন নং ফিডারের আওতায় ৩৩ কেভি লাইন এর অধীন এলাকাসমূহ। ষোলশহর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ষোলশহর-অক্সিজেন ৩৩ কেভি লাইন নং ফিডারের আওতায় ৩৩ কেভি লাইন এর এলাকাসমূহ।
সকাল ৭টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন ফিডার নং- এইচ/০২ এর মইন্যাপাড়া, বন্দর পুনর্বাসন আ/এ, নতুনপাড়া, নাথপাড়া, আব্বাসপাড়া, সুন্দরীপাড়া, পূর্ব সুন্দরীপাড়া, সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক শিক্ষা কলেজ, বড়পোল, জি-ব্লক, ফিডার নং-এইচ/০৩ এর আওতাধীন সবুজবাগ, শ্যামলী, শাপলা আ/এ, গ্রিনভিউ, আব্দুপাড়া, হালিশহর এ-ব্লক ফিডার নং- এইচ/০৫ এর আওতাধীন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ড, পিসি রোড পশ্চিম, হালিশহর এইচ-ব্লক, নিউ এব্লক, আই-ব্লক, জে-ব্লক, আর্টিলারী রোড, সবুজবাগ (আংশিক), ফিডার নং- এইচ/০৪ এর আওতাধীন মধ্যম রামপুর, ঈদগা, বরফকল, বড়পুকুরপাড়, কেতুরা মসজিদ, খাজা হোটেল, ধোপাপাড়া, আনন্দীপুর, বসুন্ধরা আ/এ তাসফিয়া, ফিডার নং-এইচ/০৬ এর রঙ্গীপাড়া, মোল্লাপাড়া, নিরিবিলি আ/এ, মিয়াবাড়ী, উত্তরা আ/এ, গাইয়াপাড়া, ফিডার নং-এইচ/০৭ এর পিসিপোল ফ্যাক্টরী, ফিডার নং-এইচ/০৮ এর হালিশহর কে-ব্লক, এল-ব্লকের (আংশিক) গোল্ডেন আ/এ, কর্ণফুলী আবাসিক এলাকা, চন্দ্রিকা, ফিডার নং-এইচ/০৯, আর্টিলারী সেন্টার, ফিডার নং-এইচ/১০ এর এ-ব্লক (পূর্ব পার্শ্ব), বি-ব্লক, ফুল চৌধুরী পাড়া, গলিচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাসপাড়া (বিহারী কবরস্থান), নয়াবাজার (তায়েফ) ফিডার নং-এইচ/১১ এর শ্যামলী আ/এ, শান্তিবাগ আ/এ, আগ্রাবাদ হাউজিং, রমনা আ/এ, রাঙ্গীপাড়া বাজার, ব্যাংক কলোনি (মিল্লাত ভবন), সূর্যের হাসি ক্লিনিক, মোল্লাপাড়া চৌ-রাস্তা মোড় (পশ্চিম পার্শ্ব) ফিডার নং-এইচ/১২/ নয়াবাজারস্থ ওয়াসা কলোনি এবং পানির পাম্প এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
সকাল ৮টা থেকে দুপুর ১২:০০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুর এর আওতাধীন ফিডার নং-এইচ/০৫ এর আওতাধীন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রেলওয়ে ট্রেনিং সেন্টার ও ডক ইয়ার্ড, পিসি রোড পশ্চিম, হালিশহর এইচ-ব্লক নিউ এ-ব্লক, আই-ব্লক, জে-ব্লক, আর্টিলারী রোড, সবুজবাগ (আংশিক) এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে দুপুর ১২:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন ষ্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্র এইচ-০৪ নং ফিডারের অধীনে জুবিলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড, গোয়ালপাড়া, সৈয়দ আহমেদ চৌধুরী লেন ও তিন পোলের মাথা (আংশিক) সহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
সকাল ৬টা থেকে দুপুর ১২:৩০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়াম এর আওতাধীন স্টেডিয়াম রহমতগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্র আর-০৪ নং ফিডারের অধীনে হাজারী গলি (আংশিক), পুরাতন গীর্জা, কেসিদের রোড, মুসলিম হল, শহীদ মিনারের সামনের এলাকা, তিন পোলের মাথা (আংশিক), টিএন্ড টি ও আশপাশের এলাকা (আংশিক), গোলাপ সিং লেইন, রাইফেল ক্লাব সহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
সকাল ৭টা থেকে দুপুর ১২:০০টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ এর আওতাধীন-মাদারবাড়ী ৩৩ কেভি লাইন, ১১ কেভি ফিডার নং বাংলাবাজার ০৯ এর অধীনে আগ্রাবাদ বা/এ, মোগলটুলি, কমার্স কলেজ রোড ও আশপাশ এলাকা ।
কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।
পূর্বকোণ/সাফা/পারভেজ