চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

শিক্ষার হার বৃদ্ধি পেলেও, গুণগতমান বৃদ্ধি পায়নি : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

৫ জুন, ২০২৩ | ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার হার বৃদ্ধি পেলেও, শিক্ষার গুণগতমান বৃদ্ধি পায়নি। মান বৃদ্ধি করতে এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মায়েদের ভূমিকায় সবচাইতে বেশি, বাবারা তো আছেই।

 

আজ সোমবার (৫ জুন) বিকালে থিয়েটার ইনস্টিটিউটে ক্লাসিক‍্যাল ফটো গ্যালারির পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে ১৫তম শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, কোমলমতি শিশুদের বেড়ে তুলতে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ পুষ্টিগুণ খাবার দিতে হবে। মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে দেখি জাঙ্ক ফুডের কারণে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে পড়ে। জাঙ্ক ফুড পরিহার করতে হবে। সকালের খাবার স্বাস্থ্যসম্মত হতে হবে।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, সুশিক্ষায় শিক্ষিত হতে পারলেই দেশ ও জাতির উন্নতি সাধন হবে। শিক্ষার হার বেড়েছে কিন্তু শিক্ষার গুণগত মান বাড়েনি। এই সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পরীক্ষায় পাশের হার বাড়িয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার মান আরো কমে গিয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। প্রশিক্ষিত জনশক্তি বাড়াতে হবে।

 

ক্লাসিক‍্যাল ফটোগ্যালারির পরিচালক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জিয়া পাঠাগারের আহবায়ক জসীম উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নাসির উদ্দিন শরিফা আর্ট স্কুলের পরিচালক শিল্পী আমিনুল হক প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট