চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় র‌্যাবের হাতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ জুন, ২০২৩ | ৬:০৭ অপরাহ্ণ

পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকা থেকে অস্ত্রসহ মো. ইকবাল হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুন) অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার। 

গ্রেপ্তার মো. ইকবাল হোসেন পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার মো. সুলতান আহাম্মদের ছেলে।

নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানাধীন কোলাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইকবাল হোসেনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। সে আগ্নেয়াস্ত্র তার হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং উদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে সংঘবদ্ধ অপরাধ চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট