চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জবাই করে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৩ | ১:৪৮ অপরাহ্ণ

গলা কেটে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে।

 

বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রতীক দত্তের সেলফোনে দুটি নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয়। তবে হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি।

 

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

তিনি পূর্বকোণকে বলেন, ‘গত ৩০ মে আমি নগরীর চকবাজার থানা এলাকায় ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ভবনে অভিযান পরিচালনা করেছি। সেখান থেকে জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রশিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করা হয়েছে। পরবর্তীতে এটিতে তালা ঝুলিয়ে প্রশাসনের কব্জায় নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এ কারণে জামায়াতের কোনো চক্র হুমকি দিতে পারে। আমি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জিডি করছি।’

 

জেলা প্রশাসন জানায়, ‘চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বরে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৬ মিনিটে +৫৭২৫৮২৪৭৮ নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভ করার পর ম্যাজিস্ট্রেটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে জবাই করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ৮টা ৪৮ মিনিটে +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে পুনরায় একই ব্যক্তি কল দেন এবং গালিগালাজ শুরু করেন। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট