নগরীর চকবাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিসে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ মে) চট্টগ্রাম কলেজের হোস্টেল গেটের বিপরীত পাশের সরকারি মালিকানাধীন ভেস্টেট প্রোপারটিতে (ভিপি সম্পত্তি) ৫.৪০ শতক জায়গার উপর দ্বিতল বাড়িটি সরকারি সম্পত্তি হিসেবে নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, নগরীর চকবাজার থানাধীন কাসিমপুর মৌজার চট্টগ্রাম কলেজের হোস্টেল গেটের বিপরীত পাশের ভিপি সম্পত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলার সাবেক কোতোয়ালি থানাধীন কাসিমবাজার মৌজার ভিপি মামলা নং- ৯৮/৬৭-৬৮ মূলে ইসলামি সমাজ কল্যাণ পরিষদকে জমি লিজ দেয়া হয়েছিলো। কিন্তু বিগত ২০১৮ সাল থেকে তারা আর লিজ নবায়ন করে নাই । এমতাবস্থায় তাদের লিজ বাতিল করে আজ সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়। অভিযান পরিচালনাকালে সেখান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রচুর বই, ব্যানার, চাঁদার রশিদ এবং বিপুল পরিমাণ সরকার বিরোধী পুস্তিকা জব্দ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ