চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (২৭ মে) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে নাজিম চৌধুরী কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- মো. সুলতান (৪৭), মো. আকতার হোসেন (৩৬), মো. দিদার (৩৩), মো. হাসান (৪৩), মো. মহরম আলী (৫০), মো. সেলিম (৩৮), মো. শফি (৫০), মো. আমিনুল ইসলাম (২৪), মো. শাহেদ (২৬) ও দোস মোহাম্মদ (৪৩)।
পূর্বকোণ/এএইচ