বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া মেরিডিয়ানে ২৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ৮ম বৈশ্বিক পূনর্মিলনীর দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছিল বৈজ্ঞানিক সেমিনার এবং দ্বিতীয় অধিবেশনে ব্রডওয়ে শো পরিদর্শন। সন্ধ্যায় ছিল নৈশভোজ ও বিশিষ্ট সংগীত শিল্পী দীনাত মুন্নী ও শুভ্রদেব পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চমেক ৩য় ব্যাচের ডা. মোহাম্মদ মবিন, মেডিকেল শিক্ষায় পথিকৃত ভূমিকার জন্য অধ্যাপক আবুল ফয়েজ ও জনস্বাস্থ্যে বিশেষ ভূমিকার জন্য ২১তম ব্যাচের অধ্যাপক সায়েদুর রহমান খসরূকে বিশেষ সম্মাননা পদকে ভূষিত করা হয়। এছাড়াও বিশেষ সম্মাননা পদক লাভ করেন ডা. হাসিনা বানু, ১০ম ব্যাচের অধ্যাপক গোলাম ফারুক ও ২২তম ব্যাচের অধ্যাপক মাকসুদুল আলম বসু। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত চমেকের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী মধ্যরাত অবধি অনুষ্ঠানমালা উপভোগ করেন।
পূর্বকোণ/এএইচ