চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

২৫ মে, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০ কোটি ১৯ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকা ঋণখেলাপির মামলায় দুই ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

তারা হলেন ইলিয়াস ব্রাদার্সের সাবেক পরিচালক এমইবি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিনুল করিম ও এমইবি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ‘ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় দুই ব্যবসায়ীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে তাদের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।’

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট