চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বায়েজিদে মাদকসহ গাড়ি ফেলে পালানো আসামিদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে পুলিশের তাড়া খেয়ে সাড়ে পাঁচ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ গাড়ি ফেলে পালিয়ে যাওয়া তিন আসামিকে খুঁজছে পুলিশ। বুধবার (২৪ মে) বায়েজিদ থানায় এই বিষয়ে মাদক ও সরকারি শুল্ক ফাঁকি আইনে দুটি মামলা দায়ের হয়েছে বলে পূর্বকোণ অনলাইনকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম। 

তিনি বলেন, মঙ্গলবার (২৩ মে) রাতে বালুছড়া বাজারে সাদা রঙের একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে গাড়িটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটির পিছু নেয়। পরে কুলগাঁও বালুছড়া রোডের একটি গার্মেন্টসের বিপরীতে রাস্তায় নোহা গাড়ি ফেলে চালক ও তার সাথে থাকা আরও ২ জন পালিয়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্যান্ডের ৭৪ বোতল বিদেশি মদ ও ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা।

তিনি আরও বলেন, নোহা গাড়ির মালিকের তথ্য পেতে ঢাকায় বিআরটিএতে আবেদন পাঠানো হয়েছে। আশা করছি তথ্য পাওয়ার পর রহস্যের জট খুলবে। তখন পালিয়ে যাওয়া আসামিতে গ্রেপ্তার করতে সক্ষম হবো। 

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট