চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘যৌন কাজে বাধ্য করায়’ যাবজ্জীবন সাজা: ১৯ বছর পর সেই রাশেদা ধরা

২৩ মে, ২০২৩ | ১১:৫২ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রাশেদা ফটিকছড়ি থানার মধ্যম খিরাম এলাকার মো. জামানের স্ত্রী।

 

সোমবার (২২ মে) নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, আসামি রাশেদা পাঁচলাইশ এলাকায় বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত ছিল। সে উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচলাইশের একটি ভাড়া বাসায় এনে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করতো। ২০০৪ সালে এক ভিকটিককে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর রাশেদা আত্মগোপনে চলে যায়। আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে রাশেদাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট