চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পথচারীর মোবাইল ছিনতাই, মোবাইলসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩ | ৬:২৩ অপরাহ্ণ

নিরব গাইন (১৭) নামের এক পথচারীর মোবাইল ছিনতাইয়ের ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে মোবাইলসহ ৬ মামলার আসামি মো. সালমানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দিবাগত রাত তিনটার সময় রেলওয়ে অফিসার্স কলোনি জামে মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. সালমান খুলশী থানার লালখান বাজারের মতি ঝর্ণা এলাকার  লুৎফুর রহমানের ভাড়াটিয়া মৃত মো. শহিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার (ওসি) জাহিদুল কবীর জানান, চট্টগ্রাম ক্লাবের পেছনের গেইটের সামনে ফুটপাতের উপর দিয়ে  হেঁটে লালখান বাজার যাওয়ার সময় নিরবের মোবাইলটি ছিনিয়ে নেয় তিনজন ছিনতাইকারী । পরে সে থানায় এসে ঘটনার বিষয়ে জানালে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে একজনকে গ্রেপ্তার করি । এসময় গ্রেপ্তার সালমানের কাছ থেকে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করা হয়। বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট