চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বহদ্দারহাটে ওয়াসার পাইপ ফেটে সড়কে পানি, বিপাকে পথচারীরা

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩ | ৫:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সড়কের ওপর ওয়াসার পাইপ ফেটে তীব্র গতিতে পানি বের হচ্ছে। এতে বিপাকে পড়েছে ওই পথে চলাচলকারী ও স্থানীয়রা।

 

রবিবার (২১ মে) হাজী চাঁন মিয়া সড়কের দিগন্ত খাজা শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

ওই পথে চলাচলকারী এক ব্যক্তি জানান, ওই রাস্তা দিয়ে বাসায় আসার সময় হঠাৎ দেখি সড়কের মাঝখানে পানি বের হচ্ছে তীব্র গতিতে। পানি বের হয়ে রাস্তার আশপাশ সয়লাব হয়ে যাচ্ছে। পানি মাড়িয়ে হেঁটে আসছি। দ্রুত বন্ধ করা না হলে পানিতে জলাবদ্ধতা তৈরি হবে।  

 

বিষয়টি জানতে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এইমাত্র খবর পেয়েছি। খোঁজ নিয়ে দেখছি।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট