চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রিয়াজউদ্দিন বাজারে ১৩ হাজার ইয়াবা নিয়ে ইউপি সদস্য ধরা

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩ | ২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ১৩ হাজার ইয়াবাসহ মো. আলমগীর (৪৩) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ মে) শনিবার রাত ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফূলীর চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মো. আলী হোসেন জানান, কোতোয়ালীর রিয়াজউদ্দিন বাজার থেকে এক ইউপি সদস্যকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন- তিনি কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে সেগুলো বেশি দামে বিক্রির জন্য নিজের কাছে রাখে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

পূর্বকোণ/এ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট