চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ষোলশহরে জুয়ার আসর থেকে ১৩ জন ধরা, সবাই শ্রমিক-রিক্সাচালক

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলস্টেশন এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২০ মে) দিবাগত রাতে রেলস্টেশন এলাকার লুৎফর কলোনির জুয়া খেলার বোর্ড থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে কেউ রিক্সাচালক, আবার কেউ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

 

আটকরাকৃতরা হলো- দুই নম্বর গেট এলাকার আরিফের বাড়ির মো. নুর ইসলামের ছেলে মো. জাহিদ (২৪), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আদর্শ গ্রামের মৃত সেকান্দারের ছেলে মো. জাহেদুল ইসলাম (২৬), বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনির মৃত জালাল আহম্মদের ছেলে মো. খোকন (২৬), লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার মৃত হোসেন আহম্মদের ছেলে মো. শাহাবুদ্দীন (৩৮), নোয়াখালী জেলার কবিরহাট থানার ধান সিঁড়ি এলাকার মো. আব্দুল মতিনের ছেলে মো. ইব্রাহিম (৩৫), বাঁশখালী উপজেলার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. জোবাইরুল ইসলাম (২১), বান্দরবান জেলার তুলাতলি বাজার কইসা তলি এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. আমিন (৩২), ভোলা জেলার লালমোহন থানার মৃত আলতাফ উদ্দীনের ছেলে মো. আরিফ (৩২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চৌহরা এলাকার মৃত রেজু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৪২), বায়েজিদ থানার এরশাদনগর এলাকার জামাল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন, বাঁশখালী থানার পশ্চিম বড় ঘোনার জাফর আহম্মদের ছেলে মো. ফারুক (৩৬), বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনির মো. আব্দুল মালেকের ছেলে মো. হোসেন (৩৬) ও একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মো. পারভেজ (৩৪) ।

 

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, জুয়া খেলার আসর থেকে ১৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়। আটকরদের মধ্যে অনেকে রিকশা চালান, আবার অনেকে শ্রমিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট