চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সুরসাধক মান্না দে’র জন্মশতবার্ষিকী পালিত

৫ মে, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

উপমহাদেশের কিংবদন্তী সুরসাধক মান্না দে’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ৩ মে সন্ধ্যা ৭ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ এর উদ্যোগে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলেন মান্না দের কালজয়ী গানগুলি যুগ যুগ ধরে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জেগে থাকবে-বহুমুখী প্রতিভার অধিকারী মান্না দে প্রচুর জনপ্রিয় গানে সুর করেছেন ও বিভিন্ন ভাষায় গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছেন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী ও গীতিকার ড. আবদুল্লাহ আল মামুন। তিনি বর্তমান প্রজন্মের শিল্পী ও গীতিকারদের প্রতি মান্না দের গীত গানগুলি পরিবেশনের মাধ্যমে সুস্থ ধারার গান সৃষ্টিতে উদ্বুদ্ধ করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ আবুল হাসান সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝরণা খানম , বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য ও সিইউ ফ্রেন্ডসের পরিচালক মোহাম্মদ সারোয়ার হোসেন আজিজ। অনুষ্ঠান সঞ্চালন করেন শাহীদুর রহমান ও জামিলা রহমান। সঙ্গীতানুষ্ঠানে শিল্পী শাহরিয়ার খালেদ গান পরিবেশন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট