চট্টগ্রাম সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাহাড়তলীতে গ্যাসের লিকেজ থেকে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর পাঞ্জাবি লেন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টার দিকে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে আগুন লাগে দুইটি ঘরের ঠিক মাঝখানে। এতে আগুন ওই ঘরের বাইরের ছাউনিতে চলে আসে। খবর পেয়ে দুইটি ইউনিট গিয়ে ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে ৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি ও উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট