চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

..

ইপিজেডে লরি গাড়ির পাইপ ছুটে সিএনজি অটোরিকশা চালক আহত

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ

ইপিজেড থানাধীন বিমানবন্দর সড়কে লরি গাড়ির পাইপ ছুটে এক সিএনজি অটোরিকশা চালক আহত হয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যা ছয়টার সময় বিমানবন্দর সড়কের সাইলো পয়েন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম পূর্বকোণ অনলাইনকে বলেন, লরি গড়ি থেকে লোহার পাইপের বাঁধন খুলে পাইপ ছিটকে চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালক আহত হয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। 
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট