চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩ | ৬:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাসা-বাড়ির চুলার লাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে গ্যাস সংকটে থাকা বাসা বাড়িতে ফিরেছে স্বস্তি। তবে কোথাও চাপ একেবারে কম, আবার কোথাও চাপ তুলনামূলক কিছুটা পাওয়া যাচ্ছে।

 

সোমবার (১৫ মে) দুপুরের পর থেকে নগরের বিভিন্ন এলাকায় লাইনের গ্যাসের দেখা মিলে। প্রথমে গ্যাসের চাপ কম থাকলেও পরে তা ক্রমশ বাড়তে থাকে।

 

নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা বিপ্লব বলেন, বাসায় গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু চাপ কম। তবে দুপুরের পর থেকে স্বাভাবিক হয়েছে।

 

ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা জামশেদ বলেন, সকাল থেকে লাইনে গ্যাস পেয়েছি, তবে চাপ কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে। গত দুই দিন রেস্টুরেন্ট থেকে কিনে খাবার খেতে হয়েছে। গ্যাস না থাকায় গতকাল রাইস কুকার কিনেছি।

 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর গণসংযোগ কর্মকর্তা কুতুব উদ্দীন জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। খুব দ্রুত গ্যাসের চাপও বাড়বে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট