১৪ মে, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকায় নজরুল কলোনিতে আগুন লেগেছে। এ সময় আগুনে পুড়ে হাছিনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত হাছিনা ওই কলোনির জাকির হোসেনের স্ত্রী।
আজ রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দাগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম। তিনি বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এরপর সেখান থেকে হাছিনা বেগম নামে এক বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সকাল ১০টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন থেকে ৪টি ইউনিট গিয়ে দুপুর পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ