চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় মোখা: ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৩ | ৭:১১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১২ মে)  চট্টগ্রাম মহানগরী ও জেলার উপকূলীয় উপজেলাগুলোতে এই মাইকিং করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে পাওয়া খবরে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, হালিশহর, কাট্টলী, রাণী রাসমনিঘাট, আকমল আলী ঘাট এলাকায় আজ দুপুর থেকে আসন্ন ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা প্রশাসন, স্থানীয় কাউন্সিলর, সিপিপির টিম, রেড ক্রিসেন্টের টিম, ইপসার টিম, জেলা এনজিও কো অরডিনেটর এবং মিডিয়ার সমন্বয়ে জোর প্রচারণা চালানো হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা শুরুর আগেই আশ্রয় কেন্দ্রে ও নিরাপদ স্থানে জেলে পরিবারগুলোর যাওয়ার বিষয়ে ব্যাপকভাবে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট