চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ : ডা.শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ওয়াসার লবণাক্ত পানিতে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ অতিষ্ঠ। গত দুই মাস ধরে চট্টগ্রাম ওয়াসার পানিতে লবণ পাওয়া যাচ্ছে যা ব্যবহারের উপযোগী নয়। তাতে নগরবাসী দিশেহারা হয়ে পড়েছে।

 

শনিবার (৬ মে) বিকালে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড় বিএনপির উদ্যোগে তুলাতলী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, দিন দিন ওয়াসার পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের কোন কার্যকারী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেই। লবণাক্ত পানি ব্যবহারের ফলে বিভিন্ন রোগ দেখা যেতে পারে। এই সমস্যা সমাধানে ওয়াসা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

 

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আবারো হু হু করে বেড়েই চলছে। তেল, চিনি, ডিম, পেঁয়াজ, রসুন, আদাসহ অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারের বাজার মনিটরের অভাবে এবং সরকারি সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট