চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সাত এস্কেভেটরসহ ৭৬ লট পণ্যের নিলাম মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০২৩ | ১:৩২ অপরাহ্ণ

সাতটি ব্যবহৃত এস্কেভেটরসহ মোট ৭৬ লট পণ্য নিলামে উঠছে আগামী মঙ্গলবার। কাস্টমসের তথ্য অনুযায়ী গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়েছে নিলামের ক্যাটালগ ও দরপত্র বিক্রি। পাওয়া যাবে আগামী ৭ মে রবিবার পর্যন্ত। চট্টগ্রাম কাস্টমস হাউসের এবছরের চতুর্থ নিলামে মোট ৭৬ লটে অন্তর্ভুক্ত হওয়া পণ্যের মধ্যে রয়েছে ব্যবহৃত এস্কেভেটর, এলিভেটর, ত্রাণ পাওয়া ফার্নিচার, কটন ফেব্রিকস, জেনারেল ব্রান্ডের উইনডো এয়ার কন্ডিশন, মিনারেল ওয়াটার, এমোনিয়াস সালফেট, প্লাস্টিক শিট, রিফ্রেজারেটর পার্টস, টেনারি ইন্ডাস্ট্রির মেশিনারি, গ্রিজ, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, লুব্রিকেন্ট ওয়েল, ট্রান্সফর্মার ওয়েল, পিভিসি ফ্লোরিং ম্যাট, ক্যালসিয়াম কার্বোনেট, বার্থরুম ফিটিংস, স্টিল পাইপ, প্লাস্টিক ফুটওয়্যার, কোরিয়ান কসমেটিকস, ব্যবহৃত ক্রেন, লিকুইড প্রিন্টিং কালি, দুবাইয়ের সিমেন্ট, স্ক্র্যাপ, মিল্ক পাউডার, পিভিসি ব্যানার শিট, বাইসাইকেল পার্টস, লাইমস্টোন, আতপ চাল, জিপসাম ফার্টিলাইজার, এলমুনিয়াম ফয়েল স্ক্র্যাপ, মার্বেল চিপস, ডুপ্লেক্স বোর্ড ইত্যাদি। অফিস চলাকালীন সময়ে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করা যাবে নগরীর মাঝিরঘাটের ৩০৬ স্ট্র্যান্ড রোডের কে এম কর্পোরেশন কার্যালয়ে, বন্দর পোর্ট কলোনির স্টেডিয়াম সম্মুখে কাস্টম অকশন শেডে ও ঢাকার ৮০ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঠিকানা থেকে। ক্যাটালগে তালিকাভুক্ত সকল পণ্য ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি দেখার সুযোগ রাখা হয়েছিল। পূরণকৃত দরপত্র সমূহ ৩০ এপ্রিল থেকে জমা শুরু হয়েছে। যা আগামী ৭ মে নিলামের দিন দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী/ডেপুটি কমিশনার (নিলাম) এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা দক্ষিণ) যুগ্ম কমিশনার (সদর) কার্যালয়ের রক্ষিত টেন্ডার বাক্সে দাখিল করা যাবে।
ঢাকায় দাখিল করা দরপত্র চট্টগ্রামে আসার পর আগামী ৯ মে দুপুর তিনটায় চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (নিলাম) কার্যালয় দরপত্র খোলা হবে।

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট