
নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে মাদকসহ একাধিক মামলার আসামি মো.আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যার সময় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, ৩শ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা পাওয়া গেছে আলমগীরের বাসায়। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ