১৮ এপ্রিল, ২০২৩ | ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর সেন্ট মেরিস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) চিটাগং ক্লাবের পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আল-সগীর (ছুট্টু), স্থপতি আশিক ইমরান, কায়েস চৌধুরীসহ অন্যান্যরা। এছাড়া ও আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শান সাহেদ, প্রিতম দাশ, নাইমুর রহমান প্রিন্স ও ইশতিয়াক চৌধুরী।
অতিথিগণ তাদের বক্তব্যে স্কুলের সার্বিক উন্নয়ন, পুর্নমিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি এবং একাত্মতা বজায় রাখার আহবান জানিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। ইফতার মাহফিলে স্কুলের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ