চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগে প্রসিকিউটরসহ ৯ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৩ | ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় (এলএ) দুর্নীতির দৈত্যের লাগাম যেন টেনে ধরা যাচ্ছে না। এবার ক্ষতিপূরণের প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সহকারী সরকারি প্রসিকিউটর, এলএ শাখার সার্ভেয়ার, মিরসরাই উপজেলার এক চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মিরসরাই পৌরসভার বাসিন্দা মো. নুর উদ্দিন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রো শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন : সহকারী সরকারি প্রসিকিউটর (এজিপি) মোশারফ হোসেন, এলএ শাখার সার্ভেয়ার আব্দুর রব, মিরসরাই উপজেলার ১১ নম্বর মগাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, একই ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত সফি উল্লাহর স্ত্রী নাসিমা বেগম, ছেলে আবুল খায়ের নজরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মিরসরাই মধ্যম মগাদিয়ার গোবিন্দ বণিক ও মিরসরাই ওসমানপুরের হেফাজত রশীদ।

মামলার বাদী নুর উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টাকা উত্তোলনকারীদের পক্ষে জাল ওয়ারিশ সনদ ও জাতীয়তা সনদ সরবরাহ করে আসামিরা পরস্পর যোগসাজশে জমির প্রকৃত মালিকের ক্ষতিপূরণের প্রায় সাড়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তার জমি বায়ারের কাছে বিক্রি করলেও আসামিরা পরস্পর যোগসাজশে তা গোপন রাখেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট