
খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির দায়ে এক দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ক্রয় রশিদ না থাকা ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে আর তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার (২৯ মার্চ) নগরীর স্টেশন রোড ও আগ্রাবাদ এলাকায় অভিযানে চার প্রতিষ্ নকে সর্বমোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মহানগরীর স্টেশন রোড ও আগ্রাবাদ এলাকায় ফলের পাইকারী বাজার এবং ইফতারি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নানা অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ