চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কর্মচারী হাসপাতাল হচ্ছে চট্টগ্রামে!

মিজানুর রহমান

২৯ মার্চ, ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ

আয়তনে দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামে সরকারি কর্মচারী হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। নগরীর সিআরবি এলাকার বাংলাদেশ রেলওয়ে হাসপাতালটি প্রয়োজনীয় সংস্কার, পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মচারী হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পূর্বকোণকে জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় তাদের প্রস্তাবে সায় দিলে রেলওয়ে হাসপাতালে প্রয়োজনীয় সংস্কার করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ডেপুটেশনে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। হাসপাতালটিতে পুরোদমে চিকিৎসা কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, রেলওয়ে হাসপাতাল কর্মচারী হাসপাতালে রূপান্তরিত হলেও ১০ টাকায় টিকিট কিনে সেখানে সব শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর অন্য সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে। সরকারি কর্মচারীসহ নি¤œবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার পথ আগের চেয়ে সুগম হবে। সূত্র জানায়- রেলওয়ে হাসপাতালকে বিভাগীয় কর্মচারী হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়ে গত ২৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এই প্রস্তাব নিয়ে রেলওয়েকে মতামত দিতে নির্দেশনা দিয়েছেন রেল সচিব ড. হুমায়ুন কবীর। রেলওয়ের মতামত পেলে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। জেলা প্রশাসকের দেওয়া চিঠিতে বলা হয়- চট্টগ্রাম মহানগর বিভাগীয় শহর। এখানে সরকারি সব দপ্তরের কার্যালয় অবস্থিত। তবে চট্টগ্রাম বিভাগে সরকারি কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ কোনো হাসপাতাল নেই। ফলে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজন চিকিৎসা সেবা প্রাপ্তিতে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

চট্টগ্রাম বিভাগে কর্মচারী হাসপাতাল নির্মাণের প্রস্তাব অনুমোদন ও বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে চিঠিতে বলা হয়- সিআরবি এলাকার বাংলাদেশ রেলওয়ে হাসপাতালকে চট্টগ্রাম বিভাগীয় কর্মচারী হাসপাতাল হিসেবে রূপান্তর পূর্বক ব্যবহার করার কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের অনুমতি প্রয়োজন।

 

রেলওয়ে হাসপাতালে এখন নানা সঙ্কট রয়েছে উল্লেখ করে চিঠিতে আরো বলা হয়- হাসপাতালটিতে তেমন কোনো চিকিৎসা কার্যক্রম চলমান নেই। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও চিকিৎসা সহায়ক কর্মচারী, চিকিৎসা সরঞ্জাম নেই। প্রয়োজনীয় সংস্কার করে পর্যাপ্ত সংখ্যক জনবল ও সরঞ্জাম দিলে দ্রুতই সেখানে পরিপূর্ণ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।

 

জেলা প্রশাসনের চিঠির বিষয়ে রেলওয়ের মতামত জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন পূর্বকোণকে বলেন, রেলওয়ে হাসপাতালকে চট্টগ্রাম বিভাগীয় কর্মচারী হাসপাতাল হিসেবে রূপান্তরের একটি প্রস্তাব এসেছে। এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে, সেভাবে আমরা কাজ করবো।

 

স্বাধীনতার ৫০ বছর পর চট্টগ্রামে বিভাগীয় কর্মচারী হাসপাতাল করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাঠ প্রশাসনের কর্মচারীরা। তবে রেলওয়ে হাসপাতালকে কর্মচারী হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ের কর্মচারীরা। রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবীর পূর্বকোণকে বলেন, রেলওয়ে হাসপাতালে জনবল ও সরঞ্জামের সঙ্কট রয়েছে। এসব পূরণ করে এটি রেলওয়ের অধীনেই রাখতে হবে। কারণ হাজার হাজার রেলওয়ে কর্মচারীর জন্য আর কোনো ডেডিকেটেড হাসপাতাল নেই।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট