
পবিত্র রমজানে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস দিতে নানা উদ্যোগ নিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। চট্টগ্রামে গ্যাসের সংকট নেই দাবি করে পেট্রোবাংলার এই বিপণন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন- এবার পবিত্র রমজানে সার্বক্ষণিক গ্যাস পাবেন নগরবাসী।
কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (বিপণন দক্ষিণ বিভাগ) প্রকৌশলী আমিনুর রহমান পূর্বকোণকে বলেন, রোজার সময় যেন গ্যাসের কোনো রকম ক্রাইসিস না হয়- সেজন্য আমরা কাজ করছি। চট্টগ্রামে এখন গ্যাসের সঙ্কট নেই। প্রতিদিন গড়ে ৩৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছি আমরা। তিনি বলেন, পবিত্র রমজানে আমাদের দুইটি ইমার্জেন্সি টিম খুব সক্রিয় থাকবে। ২৪ ঘণ্টা কাজ করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইমার্জেন্সি টিমের সঙ্গে আমাদের কাস্টমার কেয়ার শাখার লোকজনও কাজ করবেন। কোথাও যেন কোনো রকম সমস্যা না হয় তা তত্ত্বাবধান করবেন। নগরীর কোথাও গ্যাস সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিলে কেজিডিসিএল’র ইমার্জেন্সি টিম অথবা কাস্টমার কেয়ার শাখায় অভিযোগ জানাতে অনুরোধ করেন প্রকৌশলী আমিনুর রহমান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর