চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ৫ দিনের যুব রেডক্রিসেন্ট ক্যাম্প শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৪:০৪ অপরাহ্ণ

‘যুব নেতৃত্বের প্রসার, সবুজ বিশ্বের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী সপ্তম বিভাগীয় যুব রেডক্রিসেন্ট ক্যাম্প শুরু হচ্ছে (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার। বুধাবার সকাল ৮ টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে এই ক্যাম্পটি চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ অনুষ্ঠিত হবে। যা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৪ মার্চ।

 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়র আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, জেলা ইউনিট ইউএলও আবদুল মান্নান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু প্রমুখ।

 

এটিএম পেয়ারুল ইসলাম বলেন, চট্টগ্রামের ১৫টি উপজলা, সিটিকর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশের ৬৮ টি ইউনিট থেকে ৪ দিনব্যাপী ১ হাজার ৮০০ জন যুব স্বেচ্ছাসেবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অধ্যাপক অংশগ্রহণ করবেন। যুব সদস্যদের ৪ দিনব্যাপী হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে । যা পরবর্তীতে স্ব স্ব ইউনিটে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করবে।

 

‘পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পে যুব সদস্যরা ৮টি সাব ক্যাম্পে অবস্থান করবে। সাব ক্যাম্প সমূহ হল- বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর,বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।’

 

তিনি আরও বলেন, ৫ দিনব্যাপী ক্যাম্প আয়োজনে জলবায়ু পরিবর্তন রোধে স্বোচ্ছাসেবকদের ভূমিকা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়ন, সামাজিক মূল্যবোধ নৈতিকতা শিক্ষা, স্বেচ্ছাসেবাবান রাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি, আত্ম উন্নয়নের উদ্দেশ্যে সামাজিক মিডিয়ার ব্যবহার, রেড ক্রস রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করা হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায় এ ক্যাম্পের উদ্বোধন করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব এবং প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট