চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:৪৭ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি

সামাজিক সংগঠন ‘একুশের’ ১৬ বছর পূর্তি উৎসব

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন একুশে’র ১৬ বছর পূর্তি উপলক্ষে পূর্তি উৎসব পালিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর বাদামতলী মোড়ে চট্টগ্রাম মডার্ন স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়।

 

সংগঠনের সভাপতি হাফিজ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল ও হালিশহর এ ব্লক ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি নাজিম উদ্দীন।

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, নুরুদ্দিন মিল্টন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রবিন, মহানগর ছাত্রলীগের নাট্য ও বির্তক সম্পাদক ফয়সাল বিন নিজাম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন বিজয়, ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফরহাদ উদ্দিন জিতু, যুবলীগ নেতা তুষার, রুবেল রাব্বি প্রমুখ। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট