খাগড়াছড়ির মহালছড়িতে বাথরুমে পানি নিয়ে খেলতে গিয়ে বালতিতে পড়ে ১৪ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সামিয়া আক্তার চৌংড়াছড়া এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বাথরুমে খেলার সময় বালতির পানিতে পড়ে যায় সামিয়া আক্তার নামে ওই শিশু। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর/পারভেজ