চট্টগ্রামের লোহাগাড়ায় পরিমল দাশ (৫৫) নামে নিখোঁজ এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিমল দাশ পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত পরাণ বৈদ্যের ছেলে।
বুধবার (৭ সেপ্টেম্ব) দুপুর ২টায় পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, পরিমল দাশ অতীতে করোনা রোগে আক্রান্ত হয়েছিল। সুস্থ হওয়ার পর সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গত ১ মাস পূর্বে সে নিখোঁজ হয়। নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
নিহতের ছেলে পাভেল দাশ জানান, তার পিতা নিখোঁজ হওয়ার পরে তারা অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্ত তার পিতার কোন সন্ধান পাননি। আজ সকালে পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বন এলাকায় ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে লাশ পঁচে-গলে বিকৃত হয়ে যাওয়ায় তিনি প্রথমে চিনতে পারেননি। পরে ধুতি ও পায়ের জুতা দেখে মৃতদেহ শনাক্ত করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আপাতত একটি অপমৃত্যু মামলা রুজু হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর/পারভেজ