চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় নিমার্ণাধীন রাস্তায় চলন্ত রোলারের চাপায় আরাফাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বিকাল ৫টার সময় আকবরশাহ এলাকার রওসন শাহ মাজারের পাশে দুর্ঘনাটি ঘটে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে ও রোলারটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর।
নিহত আরাফাত আকবরশাহ মাজারের নিউ শহিদ লেইন বিহারী কলোনির মালিক সওদাগরের বাড়ির মো. রিপনের ছেলে।
ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিমার্ণাধীন রাস্তায় খেলার ছলে আরাফাত চলন্ত রোলারের পিছনে দাঁড়ালে চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় চালককে আটক ও রোলারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ